জীবে দয়া

সাগরে ফেলা হচ্ছে লবস্টার

সাগরে ফেলা হচ্ছে লবস্টার

ফুটন্ত পানিতে ভরা হাঁড়ির বদলে লবস্টারগুলোর ঠাঁই হলো আটলান্টিক মহাসাগরের গভীর জলে। গলদা চিংড়িজাতীয় সুস্বাদু খাবারের উপকরণ প্রাণীগুলোর ভাগ্য খুবই ভালো বলতে হয়। ওরা পড়েছিল একদল নিরামিষভোজী তিব্বতি বৌদ্ধের হাতে।
আর্থিক অবস্থা আহামরি না হলেও শুধু মায়া থেকে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের এক মাছবাজার থেকে ৬০০ পাউন্ড লবস্টার কেনে ৩০ বৌদ্ধ ধর্মাবলম্বীর একটি দল। প্রতি পাউন্ড ১১ ডলার করে দাম পড়ে পাক্কা ছয় হাজার ৬০০ ডলার। কিন্তু সুস্বাদু এই প্রাণীগুলোকে খাবারের টেবিলে না নিয়ে নৌকা ভাড়া করে গিয়ে ছেড়ে দেন আটলান্টিকে। ধারালো নখযুক্ত পায়ে বাঁধা ব্যান্ড খুলে একে একে ৫৩৪টি লবস্টারকে তুলে সমুদ্রে ছাড়েন বৌদ্ধ ভিক্ষু জেশি তেনলে। ছাড়ার আগে তাদের ওপর পবিত্র জলও ছিটানো হয়।
৩ আগস্ট বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান উৎসব ‘ধর্মচক্র প্রবর্তন দিবস’ উপলক্ষে এই উদ্যোগ নেন ওই বৌদ্ধরা। বৌদ্ধ ধর্মের বিশ্বাস অনুযায়ী এ দিনে কোনো ভালো কাজ করলে বহুগুণ পুণ্য হয়। লবস্টারগুলোকে সমুদ্রে ছেড়ে নতুন জীবন দান করে প্রথম আলো
Leave a Comment