সাগরে ফেলা হচ্ছে লবস্টার
আর্থিক অবস্থা আহামরি না হলেও শুধু মায়া থেকে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের এক মাছবাজার থেকে ৬০০ পাউন্ড লবস্টার কেনে ৩০ বৌদ্ধ ধর্মাবলম্বীর একটি দল। প্রতি পাউন্ড ১১ ডলার করে দাম পড়ে পাক্কা ছয় হাজার ৬০০ ডলার। কিন্তু সুস্বাদু এই প্রাণীগুলোকে খাবারের টেবিলে না নিয়ে নৌকা ভাড়া করে গিয়ে ছেড়ে দেন আটলান্টিকে। ধারালো নখযুক্ত পায়ে বাঁধা ব্যান্ড খুলে একে একে ৫৩৪টি লবস্টারকে তুলে সমুদ্রে ছাড়েন বৌদ্ধ ভিক্ষু জেশি তেনলে। ছাড়ার আগে তাদের ওপর পবিত্র জলও ছিটানো হয়।
৩ আগস্ট বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান উৎসব ‘ধর্মচক্র প্রবর্তন দিবস’ উপলক্ষে এই উদ্যোগ নেন ওই বৌদ্ধরা। বৌদ্ধ ধর্মের বিশ্বাস অনুযায়ী এ দিনে কোনো ভালো কাজ করলে বহুগুণ পুণ্য হয়। লবস্টারগুলোকে সমুদ্রে ছেড়ে নতুন জীবন দান করে প্রথম আলো
This entry was posted on Saturday, August 6, 2011 at 4:55 AM and is filed under জীবে দয়া,বৌদ্ধ ধর্ম. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response.