১৭ জুলাই পবিত্র শবে বরাত


আগামী ১৭ জুলাই রোববার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। গতকাল শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। 
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়, বাংলাদেশের আকাশে গতকাল হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৪ জুলাই সোমবার থেকে পবিত্র শাবান মাস শুরু হবে এবং ১৭ জুলাই রোববার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

Leave a Comment