Archive for December 2011

বাণিজ্যের আড়ালে ঢাকা পড়েছে ধর্মের মর্মবাণী: পোপ (ভিডিও)

undefined
বড়দিন উপলক্ষে বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। ভ্যাটিকানের সেন্ট পিটার্স বেসিলিকা গির্জায় গতকাল মধ্যরাতে সমবেত সুধীজনের উদ্দেশে তিনি সত্য ও ন্যায়ের পথে থেকে সবাইকে শান্তিকামী হওয়ার আহ্বান জানান।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের রোমান ক্যাথলিক সম্প্রদায়ের ১১৩ কোটি মানুষের নেতা পোপ বেনেডিক্ট একটি বিশেষ বাহনে করে সেন্ট পিটার্সে উপস্থিত হন। এ সময় তাঁকে অনুসরণ করে ওই যাত্রায় শামিল হন শত শত খিষ্ট্রধর্মাবলম্বী।
ভক্তদের উদ্দেশে পোপ বলেন, ঈশ্বরের অপার মহিমা, যা আমাদের বিনয়ী ও সহজ-সরল জীবনের শিক্ষা দেয়—এটাই আমাদের ধর্মের মর্মবাণী। কিন্তু আজ বাণিজ্যের আড়ালে ঢাকা পড়েছে সেই মর্মবাণী। তিনি সত্য ও ন্যায়ের পথে থেকে সবাইকে বড়দিনের মূল আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
পোপ বলেন, হে ঈশ্বর, তোমার অনেক ক্ষমতা। বিশ্বে চলমান রক্তপাত, যুদ্ধ-সংঘাত আর হানাহানি দূর করে তুমি তোমার শান্তির পরশ বুলিয়ে দাও। বড়দিনের এই আনন্দময় মুহূর্তে পোপ দরিদ্র ও নিপীড়িত মানুষের দুর্ভোগ লাঘবে প্রার্থনা করে ঈশ্বরের কৃপা কামনা করেন।
সবটুকু একত্রে পড়ুন "বাণিজ্যের আড়ালে ঢাকা পড়েছে ধর্মের মর্মবাণী: পোপ (ভিডিও)"